দ্বিতীয়বার মা হওয়ার পর, খুব বেশিদিন সময় নেননি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রাজপুত্তুর আর রাজকন্যেকে রেখে, এই মুহূর্তে উত্তরবঙ্গে ‘বাবলি’র শ্যুটিং-এ ব্যস্ত শুভশ্রী।
Sabitri Chatterjee: 'কে বলেছে অসুস্থ?' জল্পনা উড়িয়ে 'একদম ঠিক আছি', জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়
ইয়ালিনির না হয় এখনও বোধ হয়নি সেভাবে, কিন্তু যুবান! মা-বাবাকে ছেড়ে কেমন আছে সে? শুভশ্রীর শেয়ার করা একটি ছবিতে দেখা গেল ঘন কুয়াশা চারিদিকে। আর, রেলিং ধরে একমনে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট যুবান। যেন একটু মনমরা সে। ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, ‘মিস ইউ জান’, রাজ কমেন্টে জানালেন ‘মি অলসো’।