অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বনিকের চার হাত এক হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই অপেক্ষার প্রহরে এক মজার ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা সৌরভ দাস। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটপাড়ার।
কী শেয়ার করলেন সৌরভ?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতে হাতে একজন গাঁজা, লাইটার এবং মদ এগিয়ে দিচ্ছে। আর ক্যাপশনে লেখা, 'বন্ধুর বিয়েতে এগুলো এগিয়ে দেওয়াই বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব।'
আরও পড়ুন - কয়েকঘন্টা পরেই চার হাত এক হবে, অধিবাসে কেমন সাজলেন দর্শনা?
যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজনদের। তাহলে কী টলিপাড়ার মন্টু পাইলটের বিয়েতে এসবও থাকছে নাকি? অনেকে আবার নেহাতই মজা করে লিখেছেন বিয়েতের বন্ধুদের কাজ কী হয় সেটাই মনে করিয়ে দিচ্ছেন সৌরভ।