শীতের কলকাতায় রেড রোডে আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল (International Music Festival) করবে এবার রাজ্য সরকার (West bengal government) । বঙ্গভূষণ (Banga Bhusan) পুরস্কারের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের 'বঙ্গবিভূষণ' ও 'বঙ্গভূষণ' সম্মান দেওয়া হয় । এবার 'মহানায়ক' (Mahanayak) সম্মান পেয়েছেন সোহম (Soham Chakraborty) ও নুসরত (Nusrat Jahan) । দুই তারকাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ।
মিউজিক ফেস্টিভ্যাল নিয়ে মমতা জানান, দু'দিন ধরে হোলনাইট পারফরম্যান্স হবে । ডিসেম্বরে এই ফেস্টিভ্যাল হবে । আন্তর্জাতিক লেভেলের শিল্পী ও দেশ ও বাংলার শিল্পীরাও থাকবেন । ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে । এদিন ‘বঙ্গভূষণ’ সম্মান দেওয়া হল অভিনেতা-সাংসদ দেব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার এবং জুন মালিয়া,সংগীত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, এবং লেখিকা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে বঙ্গবিভূষণ সম্মান পেলেন, মুম্বই নিবাসী দুই বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও কুমার শানু। গানে গানে মঞ্চ মাতালেন দুই শিল্পী।
পুরস্কৃত হন অর্থনীতিবিদ অজিভিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন তাঁর মা। সাহিত্য ও নাট্য জগত, সাংবাদিকতার জগত থেকেও একাধিক ব্যাক্তিকে বঙ্গসম্মান দেওয়া হয়েছে ।