সরস্বতী পুজোতে বন্ধু, পরিবার, ছাত্রছাত্রী, সহকর্মীদের সঙ্গে চেনা মেজাজে গায়িকা ইমন চক্রবর্তী। বাসন্তী রঙের শাড়ি, গয়না, পুজোর সাজে ছিলেন ইমন। প্রতিবারই প্রবাসী বন্ধুদের জন্য সরস্বতী পুজোর অঞ্জলি ফেসবুকে লাইভ করেন।
এদিন লাইভে বাড়ির প্রতিমার ছবিও দেখান ইমন। প্রতিমার পাশে মায়ের ছবিও রাখা ছিল। ফেসবুক লাইভ থেকে আরও একবার বন্ধুদের পুজোতে আসার আমন্ত্রণও জানিয়ে রাখলেন গায়িকা। পুজোতে ছিলেন ইমন চক্রবর্তীর প্রযোজনা সংস্থার কর্মীরাও।