টলিপাড়ায় জোর জল্পনা প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরই শোভন-সোহিনী কাছাকাছি এসেছেন। ক্রমশ দু'জনের ঘনিষ্ঠতা বাড়ছে এই বিষয়ে আর সন্দেহ নেই। কারণ, এবার শোভন কার্যত জ্যানিয়েই দিলেন ‘যে সরকার কোনও ভাবে পরিবর্তনশীল নয় এই গানটা তার জন্য!’ তারপর গান ধরলেন,’এইতো হেথায় কুঞ্জ ছায়ায়, স্বপ্ন মধুর মোহে’, অনুরাগীদের বুঝতে অসুবিধা হল না এই সরকার সেই সরকার নয়, আসলে এই সরকার সোহিনী সরকার।
Mimi Chakraborty: মাথায় টোপর, গায়ে বেনারসি, বিয়ের সাজে সুখবর দিলেন মিমি চক্রবর্তী
রাজনীতির কথা যে তিনি বলছেন না, সেকথা নিজেই স্পষ্ট করেছেন শোভন। গান শুরুর আগে মিষ্টি করে হেসে গায়ক বলেন , ‘‘দূরে থাকার কারণে যে বিষয় বা যে মাধ্যম সবথেকে বেশি মানুষকে কাছে আনে তা গান। তার আবদারে তাই আজকের এই গান।’’ তাঁর এই গান শুনে কান জুড়িয়েছে শ্রোতাদেরও।