কথায় বলে শাহরুখ খানের প্রতিদ্বন্ধী তিনি নিজেই। ‘পাঠান’ মুক্তির পর মাত্র কয়েকমাসের মাথাতেই ফের পর্দায় শাহরুখের ছবি। শাহরুখের ছবি হিট হওয়া তো অবধারিত ছিল। কিন্তু জওয়ান কার্যত সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। প্রথম দিনেই ভারত জুড়ে জওয়ান ঘরে তুলেছে ৭৫ কোটি টাকা, যা হিন্দি ছবির ইতিহাসে রেকর্ড। খোদ পশ্চিমবাংলাও কার্যত জওয়ান জ্বরেই কাঁপছে।
Priyanka Sarkar: সময় ভাল! বলিউডে অভিষেক প্রিয়াঙ্কার, সঙ্গে 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতা
ভোর ৫ টা বলুন কিংবা রাত ২.৩০ ঘুম ঘুম চোখেও বাদশাকে দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য অনুরাগীরা। যার জেরে, পশ্চিমবঙ্গেও চালিয়ে ব্যাট করছে শাহরুখের ছবি। সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, হলদিয়াতে জওয়ানের প্রথম দিনের আয় ৪,৮৬,১৮৩। দুর্গাপুরে ৩,৭৯,৪৮৫। নরেন্দ্রপুরে ৩,৩০,৩৪২, চুঁচুড়ায় ২,৯৮,৮৭৬ লাখ। যা পাঠান , বাহুবলী , KGF কেও ছাপিয়ে গিয়েছে।