পরিচালক অর্ণব মিদ্যার পরিচালনায় আসন্ন ভালবাসার মরসুমে মুক্তি পেতে চেলেছে আরও একটি অন্য ধারার নতুন বাংলা ছবি ‘সেদিন কুয়াশা ছিল’। আসলে কোনও মানুষ দূরে চলে যাওয়ার পরেই, আমরা তাঁর গুরুত্বটা আরও বেশি বেশি করে বুঝতে পারি। কিন্তু তখন আমাদের করার বিশেষ কিছুই থাকে না। তবে কি দূরত্বই বাড়িয়ে তোলে ভালবাসার গভীরতা?
Sudipa Chatterjee: মাকে হারিয়ে শোকাহত , সঞ্চালক তথা রন্ধন শিল্পী সুদীপা চট্টোপাধ্যায়ে
এই প্রশ্নের উত্তরই দেবে আসন্ন ছবি ‘সেদিন কুয়াশা যখন’, সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। ছবিতে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের কার্যত ছড়াছড়ি। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জীতু কমল । এছাড়াও দেখা যাবে সৌরসেনী মৈত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়দের । ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবি।
পরিচালকের কথায়, এটি একটি প্রেমের ছবি। শুধু নারী পুরুষের ভালবাসা বাদেও এই পৃথিবীতে অনেক রকমের, অনেক জাতের ভালবাসা হয়। তাঁর গভীরতায় ফুটে উঠবে ছবিতে।