'মন ফাগুন' শেষ হওয়ার পর থেকে আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি শন বন্দ্যোপাধ্যায়কে (Sean Banerjee ) । ওয়েব সিরিজ (Web Series) করছেন । ওটিটি ও সিনেমাতেই এখন নজর দিতে চাইছেন অভিনেতা । ছোটপর্দা থেকে একের পর এক অফার পেলেও, তা ফিরিয়ে দিচ্ছেন অভিনেতা । কিন্তু কেন ? সিরিয়ালে কি কাজ করতে চাইছেন না তিনি ?
শন আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, সিরিয়াল (Tele Serial) যে তিনি করবেন না, সেটাও নয়। প্রস্তাব আসছে । কথাবার্তা চলছে। কিন্তু, চরিত্রগুলো ঠিক তাঁর পছন্দ হচ্ছে না । ওই রাগী, একই ধরনের চরিত্র তিনি আর করবেন না । নতুনভাবে তিনি দর্শকদের সামনে আসতে চান । ভাল অফার পেলে অবশ্যই অভিনয় করবেন ছোটপর্দায়, এমনই জানিয়েছেন শন বন্দ্যোপাধ্যায় ।
সম্প্রতি, মুক্তির অপেক্ষায় রয়েছে শনের ওয়েব সিরিজ 'পিলকুঞ্জ' । এটাই প্রথম নয়, আগেও বেশ কয়েকটা ওয়েব সিরিজ করেছেন শন । তার মধ্যে রয়েছে 'হানিমুন' ওয়েব সিরিজটি । সিনেমাতেও অভিনয় করেছেন । দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসুর সঙ্গে 'যদি এমন হত'-তে কাজ করেছেন শন । সেই ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে ।