আর কয়েক ঘণ্টার অপেক্ষা । অগ্রহায়ণের শেষ লগ্নে এক হবে চার হাত, গাঁটছড়া বাঁধবে দু'টি মন, শুরু হবে নতুন পথ চলা । আজ, টলিউডের অন্যতম চর্চিত জুটি সৌরভ-দর্শনার বিয়ে । বাঙালি সব নিয়ম-কানুন মেনেই সাত পাকে বাঁধা পড়বেন তারকা জুটি । আইবুড়োভ, অধিবাস থেকে বৃদ্ধি, গায়ে হলুদ ...প্রাক বিয়ের অনুষ্ঠান চলছে জোরকদমে । এরই মধ্যে ফাঁস হল সৌরভ-দর্শনার বিয়ের কার্ডের ছবি ।
বিয়ের বেনারসির মতো বিয়ের কার্ডও কাস্টমাইজড । কার্ডের ভিতরে দেখা যাবে, দু'জনের কার্টুনাইজড ভার্সন । যেখানে দর্শনাকে দেখা গেল লাল শাড়িতে, আর হবু বউয়ের সঙ্গে রং মিলিয়ে সৌরভ পরেছেন লাল পাঞ্জাবি । সৌরভকে জাপটে ধরে রয়েছেন দর্শনা । ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে, কোনও বনেদি বাড়ির সাজানো বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । ভিতরে লেখা পাত্র-পাত্রীর পরিচয় আর বিয়ের তারিখ ও ভেন্যু । ইতিমধ্যে ভাইরাল তাঁদের বিয়ের কার্ড
বৃহস্পতিবার ছিল দর্শনার অধিবাস, আইবুড়ো ভাত পর্ব । বৃদ্ধি পুজোও সম্পন্ন হয়েছে ওইদিনই । সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হবু কনে । এদিন, বিয়ের রাতে লাল রুপো-সোনার জরির কাজের বেনারসিতে সাজবেন দর্শনা । সৌরভ ডি ডে তে পরবেন জামদানি ও কাঁথার কাজের কুর্তা এবং তসর ধূতি।