সত্যজিৎ রায়ের (Satyajit Roy) 'নায়ক'-এর চিত্রনাট্যের স্বত্ব কার? এই নিয়ে মে মাসেই রায় ঘোষণা করেছে দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। রায়ে জানানো হয়েছে, চিত্রনাট্যের স্বত্ব সত্যজিৎ রায়ের। তাঁর অবর্তমানে অধিকার পুত্র সন্দীপ রায় এবং রে সোসাইটি-র। বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চের রায়েই সম্মতি দিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবিটির প্রযোজক ছিলেন আর ডি বনশল। এই ছবির চিত্রনাট্যের উপর ভিত্তি করেই ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এই উপন্যাসটি প্রকাশ করেছে হার্পার কলিন্স নামে একটি প্রকাশনা সংস্থা।
আরও পড়ুন - বৃষ্টির সকাল, ভরা মুম্বইয়ে রাস্তা, কে ছুটছেন.....
এরপরেই বনশল পরিবার আদালতে আর্জি জানায়, এই ছবির প্রযোজক তারা। তৃতীয় কোনও পক্ষ অনুমতি ছাড়া তা প্রকাশ করতে পারে না। কিন্তু দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানায়, চিত্রনাট্যের স্বত্ব সত্যজিৎ রায়ের। এদিন সেই রায়েই সহমত পোষণ করে ডিভিশন বেঞ্চ।