শাশ্বত চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ । প্রয়াত অভিনেতার মা অঞ্জলি চট্টোপাধ্যায় । জানা গিয়েছে, বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । বুধবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । মা-কে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা ।
আনন্দবাজার অনলাইনে শাশ্বত জানিয়েছেন, মার্চের শুরুতেই হঠাৎ শারীরিক পরিস্থিতির অবনতি হয় অঞ্জলি চট্টোপাধ্যায়ের । ৪ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । শরীরে সোডিয়াম ও পটাসিয়ামের মাত্রা অনেকটা কমে যায় । রক্তচাপও কমে গিয়েছিল । অনেক চেষ্টা করেও শেষপর্যন্ত মা-কে হারাতে হল অভিনেতাকে ।
জনপ্রিয় অভিনেতা-বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়কে ২০০৭-এর ৫ জুলাই হারান শাশ্বত। এবার মাতৃহারা হলেন অভিনেতা । বৃহস্পতিবার শেষকৃত্য অঞ্জলি চট্টোপাধ্যায়ের । আপাতত শুটিং কিছুদিন বন্ধ রাখবেন শাশ্বত চট্টোপাধ্যায় ।