সন্দীপ্তার পুরুষ অনুরাগীদের দুঃখের দিন আসন্ন। আর দেরি নেই, বিয়ের ফুল ফুটে গিয়েছে বাংলার মিষ্টি অভিনেত্রী সুন্দীপ্তা সেনের (Sandipta Sen)। বেশ কয়েকদিন ধরেই সম্পর্কের জন্য শিরোনামে রয়েছেন অভিনেত্রী। তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে নিয়ে আজকাল বেশ খুল্লামখুল্লাই ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। পুজো মিটলেই এক হবে চার হাত।
আগামী ২রা ডিসেম্বরই আংটি বদলিয়ে সিঙ্গেল থেকে ‘এনগেজড’ হবেন সন্দীপ্তা-সৌম্য। আর ৭ তারিখ ডি-ডে। ঐদিনই সাত পাক ঘুরবেন এই জুটি। হাতে গুনে আর ঠিক ২ মাস বাকি। অথচ সন্দীপ্তার এখনও কিছুই শপিং হয়নি এমনটাই জানিয়েছেন তিনি।
তবে সন্দীপ্তা জানিয়েছেন এনগেজমেন্ট লেহেঙ্গা পরলেও, বিয়েতে তিনি বেনারসিই পরবেন। শীতের বিয়েতে মেন্যুতে থাকবে একেবারে জবরদস্ত বাঙালি খাবার। লিস্টে রয়েছে, কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, আলুর দম। চিংড়ির মালাইকারী, পোলাও, মটননের মতো জিভে জল আনা সমস্ত পদ।