বিয়ের মিটেছে বৃহস্পতিবার । বিয়ের বয়সও হয়ে গেল একদিন । কিন্তু, গল্প যেন ফুরাচ্ছে না । সেইসঙ্গে ছবিও । বৃহস্পতিবার সন্ধে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সন্দীপ্তা-সৌম্য বিয়ের ছবি । তবে, এবার নিজের বিয়ের অদেখা স্পেশ্যাল মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নববধূ সন্দীপ্তা ।
সন্দীপ্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোট চারটি ছবি । যেখানে শুধুই নববধূ আর তাঁর বর আর তাঁদের বিভিন্ন মুহূর্ত হয়েছে ক্যামেরাবন্দী । সিঁদুরদানের ছবি যেমন রয়েছে, তেমনই আরেকটি ছবিতে দেখা গেল একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সন্দীপ্তা-সৌম্য । কোথাও আবার সৌম্যর বাহুডোরে আবদ্ধ হয়েছেন সন্দীপ্তা । ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'জাস্ট ম্যারেড' । ছবিগুলি শেয়ার করতেই কমেন্টের বন্যা বইছে । নতুন জুটিতে মুগ্ধ নেটিজেনরা ।
বিয়ের দিন ফুসিয়া পিঙ্ক রঙের বেনারসি, গা ভর্তি সাবেকি গয়না, হালকা মেক-আপে অপরূপা লাগছিল পর্দার 'দুর্গা'-কে । সৌম্য পরেছিলেন গোলাপি পাঞ্জাবি । তবে তার মধ্যেও সবথেকে বেশি নজর কেড়েছে সন্দীপ্তার বিয়ের জুতো । কোনও হিল বা পার্টি ওয়্যার স্যান্ডেল নয়, বরং নিজের বিয়েতে বেনারসির সঙ্গে স্নিকার্স পরে ঘুরতে দেখা গেল কনেকে । ইতিমধ্যেই সেসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।