শেষ হল অপেক্ষা । বৃষ্টিভেজা সন্ধ্যায় এক হল চার হাত । বৈদিক মতে বিয়ে সারলেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায় । ৯০ দশকে শাহরুখের গানে মালাবদল, সাত পাক, তারপর এল সেই ক্ষণ । সিঁদুর দান...যে মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকে প্রতিটা মেয়েই । সন্দীপ্তার সিঁথি সিঁদুরে রাঙালেন সৌম্য । বৈদিক মতে, সৌম্যকেও কপালে সিঁদুর পরিয়ে দিলেন সন্দীপ্তা । জাস্ট ম্যারেড কাপলকে দেখে চোখ ফেরাতে পারবেন না নেটিজেনরাও ।
সন্দীপ্তা-সৌম্যর সিঁদুরদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রীর প্রিয় বান্ধবী ত্বরিতা । বিয়েতে সন্দীপ্তার পরনে গাঢ় গোলাপি বেনারসি । একেবারে বাঙালি কনের মতোই সেজেছিলেন । নজর কেড়েছে সন্দীপ্তার গয়না । অন্যদিকে, বর পরেছিলেন গোলাপি পাঞ্জাবি ও তার উপর পিচ রঙের প্রিন্টেড জ্যাকেট । শাহরুখের গানে দু'জনের মাল্যদানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।