দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিপাড়ার ইন্দুবালা। একথা আর জানতে বাকি নেই কারোরই। ডিসেম্বর মাসে রাজ-শুভশ্রীর পরিবারে আসছে নতুন অতিথি । দ্বিতীয় সন্তানের আসার অপেক্ষার দিন গুনছেন ইউভানের মা-বাবা । গত কয়েকদিন ধরেই সাধ খেয়ে বেড়াচ্ছেন হবু মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ৯ মাসের মাথায় ভাইঝি সৃষ্টি পাণ্ডের বাড়িতে জমিয়ে সাধ খেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৃষ্টিও টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ।
Virat-Anushka: পঞ্চাশতম ১০০! বিরাটকে 'ঈশ্বরের বরপুত্র' আখ্যা দিলেন স্ত্রী অনুষ্কা
সাদা জামদানি, সোনার গয়নায় অপূর্ব দেখিয়েছে তাঁকে। বাড়ির সাধে সবুজ রঙের ফ্লোরাল স্লিভলেস কুর্তা, প্লাজো পরেছিলেন শুভ। কিন্তু এদিন সাজলেন বাঙালি ঢঙেই। কমিয়ে পঞ্চব্যঞ্জনে খেলেন সাধ।