অভিনেত্রী রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) জীবন নতুন দিকে মোড় নিচ্ছে ! সকাল সকাল অভিনেত্রীর ইনস্টাগ্রামের একটি পোস্ট সেরকমই বলছে । কিন্তু, কী ঘটতে চলেছে তাঁর জীবনে ? নতুন কোনও ছবি নাকি ব্যক্তিগত জীবনে কোনও পরিবর্তন ? বিয়ের কোনও ইঙ্গিত নয় তো ?
না, সেরকম কিছুই না । এতদিনে হয়তো অনেকেই জানেন, 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর নতুন সিজনে দেখা যাবে রুক্মিণীকে । দেব ও মনামী ছাড়া এবার বিচারকের আসনে নতুন সংযোজন রুক্মিণী (Rukmini Maitra's Social Media Post) । এই প্রথম কোনও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে । সেক্ষেত্রে, এই বিষয়টা পুরোটাই তাঁর কাছে নতুন । সেটা বোঝাতেই এদিন, তাঁর ইনস্টা পোস্টে লিখেছেন, "জীবন নতুন দিকে মোড় নিচ্ছে ।" ক্যাপশনের পাশে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন 'ডান্স ডান্স জুনিয়র ।'
আরও পড়ুন, Dev: বাড়িতেই সুইমিং পুল! এবার কি একা থেকে দোকা হওয়ার পথে অভিনেতা দেব?
এবারের 'ডান্স ডান্স জুনিয়র'-র সিজনে রয়েছে একাধিক চমক । এই প্রথম কোনও রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে একসঙ্গে বসছেন দেব ও রুক্মিণী । সঙ্গে মনামী তো থাকছেনই । অন্যদিকে, মেন্টর হিসাবে থাকছেন স্টার জলসার ধারাবাহিকের তিন অভিনেতা । গুনগুন-তৃণা সাহা (Trina Saha), খুকুমণী- দিপান্বিতা রক্ষিত ও গঙ্গারাম- অভিষেক বসু । এই সিজনে ৫-১২ বছর বয়সীরা অংশগ্রহণ করতে পারবে । খুব শীঘ্রই স্টার জলসায় সম্প্রচারিত হবে 'ডান্স ডান্স জুনিয়র'।