তাঁর বিয়ে নিয়ে চর্চা কম হয়নি। টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কয়েক মাসের দাম্পত্য, কিন্তু বিয়ের পর বিদেশ বিভূঁইয়ে ভাল নেই রুশা, এমন খবর ছড়িয়েছিল। নায়িকার স্বামীর বাহ্যিক গঠন নিয়েও শুরু হয়েছিল আলোচনা। বিদেশ থেকে রুশার শেয়ার করা প্রথম পোস্ট দেখে অনুরাগীরা ধরেই নিয়েছিলেন ১৩ বছরের অভিনয় জীবনে ইতি টেনে ভাল নেই রুশা। বিদেশে গিয়ে এই প্রথম নিজেদের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সমস্ত গুজব এবং জল্পনায় ঢাললেন জল। নিউ ইয়র্কে নদীর ধারে স্বামীর চোখে চোখ রেখে আদুরে ছবি পোস্ট করলেন রুশা৷ প্রকাশ্যেই লিখলেন 'ভালবাসি'।
Mithai-Adrit roy: 'শেষ শট দিলাম', মিঠাই শেষের ইঙ্গিত দিলেন আদৃত?
গোধূলি বেলায় একে অপরের চোখে ডুব দিয়ে রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, 'ভালবাসার হাসি, ভালবাসি বর'। চলতি বছরের জানুয়ারিতে সাত পাকে বাধা পড়েন রুশা। টেলি জগতকে বিদায় জানিয়ে পাড়ি দেন মার্কিন মুলুকে। সেখানেই আপাতত নতুন সংসার গুছিয়ে নিতে ব্যস্ত রুশা।