দেখতে দেখতে এক বছর পার। শুক্রবার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ের বিয়ের জন্মদিন। এই বিশেষ দিনে স্বামী অনুরণকে ফের একবার ভালোবাসার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যে পোস্টে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
কী লিখেছেন রুশা?
বিয়ের দিনের একটি মিষ্টি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শুভ বিবাহ বার্ষিকী আমার কুংফু পান্ডা। তোমায় খুব ভালোবাসি বর।' সঙ্গে যোগ করেছে নাকি হার্ট ইমোটিকন। বউয়ের আদুরে পোষ্টের জবাব দিয়েছেন বরও। কমেন্টে লিখেছেন, 'শুভ বিবাহ বার্ষিকী আমার চিরন্তন সূর্যের কিরণ। তোমাকে ভালবাসি। আজীবন তারপরেও...'।
আরও পড়ুন - বহুদিন পর কমার্শিয়াল ছবিতে টোটা! বলিউড ঘুরে ফের টলিউডের অ্যাকশন ছবিতে 'ফেলুদা'
রুশার নতুন প্রোফাইল কেন?
বিয়ের পরই ফ্যানেদের নানা রকম ট্রোলের মুখে পড়েছিলেন নায়িকা। যদিও কোনও প্রশ্নেরই পাল্টা জবাব দেননি রুশা। নিজের দাম্পত্য জীবনকে আড়াল রাখার জন্য নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটিও ডিএক্টিভেট করে দিয়েছিলেন। পরে অবশ্য একটি নতুন প্রোফাইল খুলেছেন নায়িকা। সেই প্রাইভেট প্রোফাইল থেকেই এই ছবি পোস্ট করেন তিনি।