প্রাইভেট ডিটেক্টিভ গৌরব সেন । গোরা নামেই পরিচিত । আগের সিজনেই জানা গিয়েছে খুনের রহস্যের কিনারা করেন তিনি । তাও যে সে নয় তিনি সিরিয়াল কিলার স্পেশালিস্ট । অথচ মনে রাখতে পারেন না কিছুই ,কিন্তু গোয়েন্দাগিরি তো তিনি ছাড়ছেন না। শাগরেদ সুহত্র-কে নিয়ে আবার আসছে গোরা ২। এবারেও গানের প্রতি বিস্তর আগ্রহ রয়েছে তাঁর। এইকথা না ভুলেই, জানিয়ে দিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। জুনেই হইচই-তে দেখা যাবে গোরা। গোয়েন্দা হয়ে নিজের মক্কেলের নাম পর্যন্ত মনে রাখতে পারেন না । তাহলে তিনি 'ডিটেক্টিভ' না 'ডিফেক্টিভ' । সেই উত্তরই দেবে সকলের পছন্দের ডিফেকটিভ থুড়ি ডিটেকটিভ।
আগেরবারের মতোই রহস্য-রোমাঞ্চের পাশাপাশি কৌতূকের স্বাদ পাওয়া যাবে এই সিরিজে । আগের সিরিজে ঋত্বিক ছাড়াও অভিনয় করেছিলেন ইশা সাহা। পরিচালক সায়ন্তন ঘোষাল ।