শনিবার বাংলার ঘরে ঘরে পূজিত হয়েছেন দেবী লক্ষ্মী। শারদীয়ার পর আশ্বীন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। এদিন মেয়ে বৌ-রা ঘরে ঘরে দেবীর আরাধনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি ভিডিয়ো শেয়ার করেছেন টলিউডের তাবড়-তাবড় সেলেবরাও।
Anirban Bhattacharya: লক্ষ্মী পুজো, বেছে বেছে ফল কিনলেন 'পোদ্দার' থুড়ি অনির্বাণ ভট্টাচার্য
একেবারে নিজের হাতে লুচি, সুজির ভোগ রেঁধে কোজাগরির পুজো করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। ৫ ফল, মিষ্টি ধুপ ধুনো জ্বেলে লক্ষ্মীর পুজো সেরেছেন ঋতু। নো মেকাপ লুকে, গায়ে জড়ানো একটি লালপেড়ে সাদা শাড়ি। আর এই সাজেই তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়।