আজ সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লা তিথিতে দেবীর পুজোয় মেতেছে গোটা বাংলা৷ টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও এদিন নিজের মতো করে ঘরোয়া পদ্ধতিতে সারলেন পুজো। পরনে তাঁর হলুদ শাড়ি কপালে বড় লাল টিপ। অঞ্জলি মন্ত্র বলে পলাশপ্রিয়ার চরণে সেই ফুল রাখলেন অভিনেত্রী।
Dev-Baghajatin: 'সারা মুখ ভস্মে ঢাকা, টকটকে লাল চোখে তীব্র চাহনি', ইনি কি দেব?
পাশাপাশি সকলকে শুভেচ্ছা জানিয়ে ঋতু বললেন, সকলের এই বছরটা যেন বিদ্যা, বুদ্ধি, প্রেম, স্বস্তিতে সারল্যে ভরে থাকে৷ আরও ভালো ভালো কাজ করতে চান তিনি জানিয়েছেন এমনটাও। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসে, দেশের সমস্ত হিরোদের স্যালুট জানাতেও ভোলেননি অভিনেত্রী।