মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar Biopic) বায়োপিকে অভিনয় করছেন একঝাঁক তারকা । কে নেই ! ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় । তবে, তার মধ্যেও নজর কাড়লেন রাতাশ্রী দত্ত । সিনেমায় শর্মিলা ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন । কয়েকদিন আগেই তাঁর লুক প্রকাশ্যে এসেছে । শর্মিলা ঠাকুর নাকি নিজে তাঁর লুকের, তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন । রাতাশ্রী জানাচ্ছেন, ‘নায়ক’ মুখস্থ করা নাকি তাঁর সার্থক ।
কীভাবে শর্মিলা হয়ে উঠেছেন রাতাশ্রী ? সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে রাতাশ্রী জানিয়েছেন, পরিচালক তাঁকে বলেছিলেন হুবহু শর্মিলা হয়ে উঠতে হবে তাঁকে । তাই শর্মিলা হয়ে উঠতে ‘নায়ক’ ছবিটিকে গুলে খেয়েছিলেন অভিনেত্রী । দিনে নাকি পাঁচ বার করে ছবিটি দেখতেন । শর্মিলা ঠাকুরের আচরণ এমনকি,তাঁর শ্বাস-প্রশ্বাসের ধরনও মুখস্থ করে ফেলেছিলেন !
২২ জুলাই মুক্তি পাচ্ছে 'অচেনা উত্তম'। মহানায়কের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে । গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ি। সুপ্রিয়া দেবীর ভূমিকায় অভিনয় করবেন সায়ন্তনী রায়চৌধুরী ।