পুজোর বাকি আর হাতে গোনা মাত্র কটা দিন। তবে পুজোর ঢাকে কাঠি পড়ে যায় মহালয়া থেকেই। ওইদিনই সূচনা হয় দেবীপক্ষের। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী জন্য চিরন্তন অপেক্ষা তো আছেই, তারই সঙ্গে অপেক্ষা মহালয়া উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলির বিশেষ অনুষ্ঠানের। এবার ষ্টার জলসার দুর্গা টলিউডের সুপারস্টার অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mullick)।
‘যা দেবী সর্বভূতেষু’ স্টার জলসার পর্দায় ঠিক ভোর ৫টায় দেখা যাবে এই অনুষ্ঠান। কোয়েল দুর্গতিনাশিনী ভূমিকায়, মহাদেবের ভূমিকায় অভিনেতা রণজয় বিষ্ণু। মাথায় জটা , চাঁদ। গলায় সর্প কুন্ডলী , কপালে তিলক। অভিনেতা মহাদেবের সাজে সেজে উঠছেন , সম্প্রতি এমনই ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফে।
Waheeda Rehman: ভারতীয় সিনেমায় বিশেষ অবদান , 'দাদা সাহেব' ৮৫-এর ওয়াহিদা
এদিকে, পুজোর ঠিক আগেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি', সেখানে নাম ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। দেবীপক্ষে একের পর এক চ্যালেঞ্জিং রোলে কোয়েল।