রাজ-শুভশ্রীর বাড়িতে জমজমাট বিজয়া সম্মেলনী । প্রতি বছরই বিজয়াতে জমিয়ে আড্ডার আসর বসে কলকাতার ফ্ল্যাটে । এবারও তার অন্যথা হল না । সম্প্রতি রাজের বাড়িতে বিজয়ার আসর বসেছিল । এবারও নিমন্ত্রিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা । তারই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী ।
অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক, প্রযোজক, বিজয়া সম্মিলনীতে কে নেই ! জমিয়ে সান্ধ্যকালীন আড্ডার পর হল ফোটো সেশনও । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী ও রাজ দু'জনেই । সেখানেই দেখা গেল কোয়েল মল্লিক, নিসপাল সিং, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক, চুর্ণী, তাঁদের ছেলে থেকে শুরু করে অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, ইন্দ্রদীপ দাশগুপ্তদের । তবে, এবছর একটা মুখ ছিল মিসিং । এবার রাজের আড্ডায় দেখা গেল না রুদ্রনীলকে । রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও, দু'জনের মধ্যে বন্ধুত্ব