মেয়ে ইয়ালিনের বয়স মাত্র একমাস। এর মধ্যেই শুধু ফিট অ্যান্ড ফাইন নয় রীতিমতো বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কম যাননি পরিচালক রাজও। বছর শেষে কাপেল ফটোশুট সারলেন এই তারকা দম্পতি। যে ছবি ইতিমধ্যেই মুগ্ধ করেছে নেটিজেনদের।
শুভশ্রীর পরনে রয়েছে কালো রঙের টপ, নীল রঙের চেক স্কার্ট, উপরে কালো রঙের ওভারসাইজড ব্লেজার। সঙ্গে খোলা চুল মানানসই অ্যাকসেসরিজ আর চোখে সানগ্লাস।
আরও পড়ুন - সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা, কোথায় গেলেন নবদম্পতি?
শুভশ্রীর সঙ্গে ম্যাচ করে রংমিলান্তি আউটফিটে দেখা গেল রাজকে। কালো জিন্সের সঙ্গে কালো টি-শার্ট আর কালো লেদার জ্যাকেট। রাজ-শুভশ্রীর কিলার পোজ আর অনবদ্ধ এক্সপ্রেশন যেন ছবিগুলিতে আলাদাই রসায়ন যোগ করেছে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, 'তু মেরা হিরো'।