বিশ্বকাপ ফাইনাল। মোতেরায় মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। মাঠে টানটান উত্তেজনা। টেলিভিশনের পর্দা থেকে চোখ সরছে না রাজ-শুভশ্রীর (Raj - Subhashree)। সঙ্গে রয়েছে ছোট্ট ইউভানও।
তিনজনেই ইন্ডিয়ার জার্সি পরে রীতিমতো ভারতের জন্য গলা ফাটাচ্ছেন। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বোঝাই যাচ্ছে ঠিক কতটা উত্তেজিত গোটা পরিবার।
আরও পড়ুন - ফাইনাল দেখতে রওনা দিলেন সারা, প্রেমের কথা স্বীকার করলেন গিল?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ছোট্ট ইউভান তিনজনের গায়েই ভারতের জার্সি। আর তাঁরা একসঙ্গে 'ইন্ডিয়া ইন্ডিয়া' বলে চিৎকার করছেন। শুধু এই ভিডিয়োই নয়। ক্রিকেটের ব্যাট হাতে ইউভানেরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই তারকা দম্পতি।