দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউডের ‘ইন্দুবালা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাস দেড়েক পরেই রাজশ্রীর ঘরে আসবে ফুটফুটে একরত্তি। মাতৃত্বকালের একাধিক ছবি ভিডিও মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এসময়টা তাঁকে চোখে চোখে রাখছেন রাজ-ও। তৃতীয়ার সকালে এমনই এক মিষ্টি ভিডিও শেয়ার করে নিলেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে কুশনের উপর পা রেখে আরামে বসে শুভশ্রী, তাঁর পায়ে লাল নেলপলিশ পরিয়ে দিচ্ছেন রাজ।
ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখলেন, ‘আমি খেলার রাখছি আমাদের বেবির, ও আমার, তাই আমি নোই আমরা প্রেগন্যান্ট’ …এই ভিডিওতে উঠে এসেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া।