রাজ শুভশ্রী উভয়েই ছেলে ইউভানকে চোখে হারান। বাবা মায়ের থেকে কোনও অংশেই কম জনপ্রিয় নয় সে। কাজের চাপ কিংবা তুমুল ব্যস্ততাতেও ইউভানের জন্য সময় বের করেছেন তাঁরা। ইউভানের একটু একটু করে বেড়ে ওঠার সাক্ষী থেকেছেন৷ এবার নিজের হাতে ইউভানের নাম ট্যাটু করলেন রাজ। একটি ছোট্ট পায়ের ছাপ, তার উপর ইংরেজিতে বেশ কায়দা করেই লেখা ইউভান। রাজ এই ছবি শেয়ার করে লিখেছেন, 'Innocence in ink'।
Mithai: মিঠাইয়ের বিদায়বেলা, ধারাবাহিকের টাইটেল ট্র্যাক মোদক পরিবারের সকলের গলায়
তাঁর এই ট্যাটুর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সকলেরই বেশ মনে ধরেছে বিষয়টি। এখন আর ছোট্টটি নেই ইউভান। ধীরে ধীরে বড় হচ্ছে ইউভান বাবু, সঙ্গে দুষ্টুমিও বাড়ছে। খুদের নানা কাণ্ডের ভিডিয়ো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন রাজ শুভশ্রী।