টলিউডের পাওয়ার কাপল রাজ-শুভশ্রী । বরবারই চর্চায় থাকেন এই পরিচালক-অভিনেত্রীর জুটি । কাজের ফাঁকেই দুই ছেলে-মেয়েকে নিয়ে মাঝে মাঝে ফ্যামিলি টাইম কাটিয়ে আসেন রাজ-শুভশ্রী । তবে, এখন বাবলি-র প্রোমোশন নিয়ে ব্যস্ত দু'জনেই । বুদ্ধদেব গুহ-র উপন্যাস 'বাবলি' অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা । এই প্রথম সিনেমায় জুটি বেঁধেছেন আবির ও শুভশ্রী । চুটিয়ে প্রমোশন চলছে । তবে, প্রমোশনের ফাঁকেই শুভশ্রীকে নিয়ে রাজ-কে বড় প্রশ্ন করে বসলেন আবির । পরিচালক রাজ কী উত্তর দিলেন ?
রাজ চক্রবর্তী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন । যেখানে দেখা গেল রাজ ও আবিরকে । 'বাবলি'-র কাস্ট নিয়ে, শুটিং নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছিলেন দু'জনে । তখনই দু'জনের কথাবার্তার মাঝে শুভশ্রী-র প্রসঙ্গ তোলেন আবির । বাবলি-র পরিচালককে প্রশ্ন করেন, 'রাজের ছবি মানেই নায়িকা শুভশ্রী ?' জবাবে কী বললেন রাজ ?
রাজ জানান, একেবারেই তা নয় । অভিনেত্রী হিসেবে শুভশ্রীকে ভাল লাগে তাঁর । তাঁর প্রেমে পড়ার এটাও একটা কারণ বলে জানিয়েছেন রাজ । পরিচালকের কথায়, 'শুভশ্রীর মতো অভিনেত্রীকে যদি হাতের কাছে পাই, যাঁকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারব । যখন আমি কোনও গল্প ভাবি, তখন আমি জানি শুভশ্রী না করবে না ।' উল্লেখ্য়, গত কয়েক বছরে রাজের বেশিরভাগ ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে শুভশ্রীকে । সে পরিণীতা হোক অথবা হাবজি-গাবজি কিংবা ধর্মযুদ্ধ । আগামীতেও রাজের একাধিক ছবিতে দেখা যাবে শুভশ্রীকে । এই নিয়ে কম প্রশ্নও ওঠেনি টলিপাড়ায় ।
'বাবলি' নিয়ে রাজের পরিকল্পনা আজকের নয় । ২০০৪ সালে যখন টেলিভিশন করতেন রাজ, সেইসময় থেকে বাবলি তৈরি করতে চেয়েছিলেন । তখন টেলিভিশনের জন্য বাবলি করতে চেয়েছিলেন । কিন্তু বুদ্ধদেব গুহ তাঁকে বলেছিলেন, টেলিভিশনের জন্য বাবলি করতে সমস্যা হবে । এর থেকে যদি কোনওদিন বড়ভাবে ভাবতে পারেন রাজ, তাহলে তা সম্ভব হবে । এরপর ২০২১ সালে লকডাউনের সময় ফের বুদ্ধদেব গুহ-র কাছে যান । তারপরই শুরু হয় কাজ । এমনকী, রাজকে কাস্টিং-এর বিষয়েও সাহায্য করেন বুদ্ধদেব গুহ । আবির আর শুভশ্রীকেই তিনি দেখতে চেয়েছিলেন অভি ও বাবলির ভূমিকায় । সেইসময় অবশ্য রোগা ছিলেন শুভশ্রী । লকডাউন ও নানারকম সমস্যার জন্য বাবলি-র শুটিং আগে শুরু করা যায়নি । শুটিং শুরু হয় গত বছর । তখন সদ্য ইয়ালিনি হয়েছে । সেইসময় অনেকটাই মোটা । ফলে বাবলি-র চরিত্রে বেশ ভালই মানিয়েছে শুভশ্রীকে ।
ইতিমধ্যেই সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে । যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে । পর্দায় আবির-শুভশ্রীর কেমিস্ট্রি নজর কেড়েছে । আবির-শুভশ্রী ছাড়াও সিনেমায় অভিনয় করছেন সৌরসেনী । ১৫ অগাস্ট মুক্তি পাবে সিনেমা ।