রাজ চক্রবর্তীর বলিউডে (Raj Chakraborty in Bollywood) অভিষেক নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে । সম্প্রতি শোনা যায়, হিন্দি ওয়েব সিরিজে (Web Series) হাত পাকাতে চলেছেন রাজ । সেখানেই নায়িকার চরিত্রে থাকতে পারেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী । এবার, এই বিষয়ে মুখ খুললেন পরিচালক ।
সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে রাজ জানিয়েছেন, এখনই কিছু হচ্ছে না । ভবিষ্যতে এরকম কিছু হলে সবাই তা জানতে পারবেন । তবে, ভবিষ্যতে বলিউডে কাজ করার ইচ্ছে রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Raj Chakraborty in Bollywood : রাজ কি সত্যিই বলিউডে যাচ্ছেন ? মুখ খুললেন পরিচালক
শোনা গিয়েছিল, আগামী জানুয়ারি থেকেই শুরু হচ্ছে ওয়েব সিরিজের শুটিং। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) রাজের ওয়েব সিরিজটি দেখানো হবে বলে খবর ছড়ায় ।
টলিউডের পরিচালকদের বলিউড পাড়ি দেওয়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয় । সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় সমান তালে কাজ করছেন বাংলা এবং হিন্দি ইন্ডাস্ট্রিতে । সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের ছবি ‘সাবাশ মিঠু’,‘শেরদিল’। শুধু পরিচালকই নয়, বহু অভিনেতা-অভিনেত্রীরাও বলিউডে কাজ করছেন । সেই তালিকায় রয়েছেন আবির, তনুশ্রীরা ...