একসঙ্গে জীবন যাপনের পাঁচটি বছর পার। রূপকথার বর্ষপূর্তিতে দেরিতে হলেও বিয়ের জন্মদিনের সন্ধ্যেয় স্মৃতিচারণ করলেন রাজ। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে লিখলেন, বিশ্বাসই হচ্ছে না। পাঁচটা বছর পার হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিনের কথা, যখন তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলে। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে কাটানো দিনগুলি আমার জীবনের শ্রেষ্ঠ সময়। তোমায় খুব ভালবাসি, ভালবাসা…আমাদের দুজনকেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।' মিষ্টি এই প্রেমের শুভেচ্ছা বার্তার জবাবও দিয়েছেন রাজ ঘরণী। উত্তরে লিখেছেন, 'আমিও তোমায় খুব ভালবাসি।'
শুভশ্রী বিবাহবার্ষিকীতে আলাদা করে কিছু পোস্ট না করলেও একগুচ্ছ শুভেচ্ছার স্ক্রিনশট ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন। একইসঙ্গে পোস্ট করেছেন রাজের সঙ্গে ১০ মে রাতে তাঁর ডিনারে যাওয়ার ছবিও, যদিও সেখানে শধু রাজ-শুভশ্রী নন বরখা বিস্ত সহ আরও কয়েকজনকে তাঁদের সঙ্গে দেখা গিয়েছে। এমনকি শুক্রবারও একটি ছবি পোস্ট করেছেন যেখানে শুভশ্রী। যেখানে তাঁকে পিঙ্ক ড্রেসে দেখা গিয়েছে। তবে, তিনি আদেও অ্যানিভার্সরি ডিনারে গেলেন কি না তা জানা যায়নি।