মা মুনমুন সেন , দিদিমা সুচিত্রা সেন এই পরিচয়ের বাইরেও রাইমা সেন (Raima Sen) নিজের অভিনয় দক্ষতায় হয়ে উঠেছেন স্বতন্ত্র। একেরপর এক জনপ্রিয় ছবির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রাইমা। অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, থেকে সৃজিত মুখোপাধ্যায়রা একাধিক রাইমা নির্ভর ছবি করেছেন। ভাঙা ভাঙা বাংলা আর তীব্র চাহনি , তাতেই মুগ্ধ ৮ থেকে ৮০। সম্প্রতি নেটপাড়ার উত্তাপ বেড়েছে রাইমার মনোক্রম মনোকিনির ফটোশ্যুটে। সাদাকালোর যুগে প্রায় একই রকম সাজে ক্যামেরায় ধরা দিয়েছিলেন সুচিত্রা সেন। রাইমার নতুন ছবি যেন সেই স্মৃতিই ফিরিয়ে দিল।
Tonni Laha Roy-Barbie: জন্মদিনে 'বার্বি' ওয়ার্ল্ডে মিঠাই-য়ের তোর্সা, গোলাপিতেই সাজলেন তন্বী
বাংলার পাশাপাশি হিন্দি, তামিল সিনেমাতেও নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে একাধিক সাহসী দৃশ্যেও। রাইমার সাম্প্রতিক ‘রক্তকরবী’ সিরিজটি বেশ প্রশংসিত হয়েছিল।