‘কপি ক্যাটের’ তকমা যেন কিছুতেই সরছে না পরিচালক রাজ চক্রবর্তীর নামের পাশ থেকে। এবার হিন্দি ছবির থেকে নকলের অভিযোগ তুললেন রাহুল বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মুক্তি পেয়েছে 'আবার প্রলয়' এর ট্রেলার। ঋত্বিক চক্রবর্তী অভিনয় করছেন ভিলেন বাবাজীর ভূমিকায়। তাঁর লুক নয়ে চর্চা শুরু হয়েছে।
অনেকেই বলছেন 'স্যাক্রেড গেমসে' পঙ্কজ ত্রিপাঠির লুক 'চুরি' করা হয়েছে। প্রকাশ্যেই অভিনেতা রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায় লিখলেন, ''যে একদা কপি করিত, আজও কপি করে। শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস-এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা। ট্রোল যাঁরা করবেন, তাঁদের আমন্ত্রণ রইল।”
Sairity Banerjee: হাসপাতালে ভর্তি অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কী হয়েছে তাঁর ?
উল্লেখ্য, রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজের গল্প এগোবে সুন্দরবনের নারীপাচার চক্র নিয়ে। ট্রেলার প্রশংসিত যেমন হয়েছে, তেমনই সমালোচনাও করেছে একাংশ। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অফিসার অনিমেষ দত্ত হিসেবে এবারেও দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও প্রলয়ে, স্টার কাস্টদের ছড়াছড়ি। ঋত্বিক চক্রবর্তী অভিনয় করছেন ভিলেন বাবাজীর ভূমিকায়। তাঁর লুক নয়ে চর্চা শুরু হয়েছে।