তিন দিন আগেই ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) জনসমক্ষে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । এবার বিয়ের তারিখ পাকা করে ফেললেন বুম্বা দা । ঘোষণা করে দিলেন 'প্রসেনজিত ওয়েডস ঋতুপর্ণা'-র তারিখ (Prosenjit Weds Rituparna) । চলতি বছরের নভেম্বরেই ঘটা করে বিয়ে সারবেন তাঁরা । বছর শেষে দুই তারকার গ্র্যান্ড বিয়ের সাক্ষ্মী হতে চলেছেন সবাই ।
এতদিনে, সবারই নিশ্চই জানা যে, এই বিয়ে আসলে রিয়েল নয়, রিল লাইফের বিয়ে । সিনেমার নামই 'প্রসেনজিত ওয়েডস ঋতুপর্ণা'। ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমা । সোমবারই তাঁর আনুষ্ঠানিক ঘোষণা করলেন বুম্বা দা । তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অ্যানিমেটিক টিজার শেয়ার করেছেন । এমনিতেই, তাঁদের রিল লাইফের বিয়ের খবর শুনে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছিল । টিজার দেখে আরও দ্বিগুন হয়েছে উত্তেজনা । প্রসেনিজৎ-ঋতুপর্ণার বিয়েতে সকলকে আমন্ত্রণ জানালেন সম্রাট শর্মা এবং হাট্টিমাটিম টিম । জানা গিয়েছে, সম্রাট শর্মা পরিচালিত এই ছবিতে থাকবে প্রচুর চমক ।
আরও পড়ুন, Hoichoi series: মহালয়ায় বোধন! দেবীপক্ষে দেবীদের লড়াইয়েই গল্প হইচই-তে, অভিনয়ে সন্দীপ্তা, দিতিপ্রিয়া
সম্প্রতি,বিয়ে নিয়ে একটি রিলস ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন প্রসেনজিৎ স্বয়ং । যা, পোস্ট করার সঙ্গে সঙ্গেই উৎসাহী জনতার কমেন্ট, রিঅ্যাকশন ও শেয়ারে ভরে যায়। ভিডিয়োটিতে প্রসেনজিৎকে বলতে শোনা যাচ্ছে, "আমাদের বিয়ের ডেটটা এবারে ঠিক করা উচিত না?" তার উত্তরে ঋতুপর্ণা মৃদু প্রতিবাদ জানালে প্রসেনজিৎকে বলতে শোনা যায় যে, আসলে তাঁদের দুজনের বিয়ের কথা হচ্ছে না! তাহলে? এই, 'তাহলে'র মধ্যেই লুকিয়ে ছিল উত্তর । যা জানা গেল আজ,সোমবার ।