দেব-মিঠুন অভিনীত প্রজাপতি (Projapoti Controversy) ছবিটি নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষ্মণই নেই । রাজনৈতিক জলঘোলা তো চলছেই । বিষয়টা আর তৃণমূল বনাম বিজেপি নেই, এখন যেন তা কুণাল (Kunal Ghosh) বনাম দেব (Dev)-এ গিয়ে পৌঁছেছে । উত্তর-প্রতিউত্তরের খেলা চলছে । কেউই কাউকে জবাব দিতে ছাড়ছেন না । সম্প্রতি, কুণাল ঘোষ মিঠুনদার অভিনয় নিয়ে মন্তব্য করেছিলেন । দেবের পাল্টা জবাব, মিঠুনদার অভিনয় নিয়ে আমার দলের লোকেদের চুপ থাকা উচিৎ বলে মনে করেন তিনি ।
কুণাল ঘোষ বলেছিলেন, মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ফ্লপ হয়েছে । দেবের পাল্টা উত্তর ছিল, কুণাল ঘোষ রাজনীতির মানুষ । সিনেমা নিয়ে পড়াশোনা নেই । কুণালের ফের পাল্টা, দেব নিশ্চিতভাবে আমার থেকে অনেক বেশি বোঝে । কিন্তু, সব সিনেমার সব নায়কই যদি বেশি ঝুঝবে, তাহলে সব ছবিই হিট হবে, ফ্লপ কেন হয় ? তাই সবার মতামত শুনে নেওয়া ভাল । এরই প্রেক্ষিতে দেবের উত্তর, মিঠুনদার অভিনয় নিয়ে আমার দলের লোকেদের চুপ থাকা উচিৎ । সিনেমাটা আমার সাবজেক্ট । সিনেমাটা আমি বুঝে নেব । সব দলকেই পাশে থাকার অনুরোধ করেছেন, সিনেমার যেন ক্ষতি না হয়, এটাই বার্তা দেবের ।
আরও পড়ুন, Projapati controversy-Kunal Ghosh: 'এতটুকু ইচ্ছে ছিল না', প্রজাপতি-বিতর্কে দেবকে জবাব কুণালের
বিজেপি নেতা মিঠুন অভিনীত ছবিটি নন্দনে না আসায় এবং সেই নিয়ে দেব টুইট করার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল ছবিটি নিয়ে।