প্রযোজক রাণা সরকারের (Rana Sarkar) কাছে একের পর এক হুমকি ফোন আসছে বলে অভিযোগ । এই পরিস্থিতিতে প্রতীক সেন (Pratik Sen) এবং সোনামণি সাহার (Sonamoni Saha) নতুন ছবি 'বেহায়া'-র শুটিং বন্ধ রাখা হয়েছে । তাঁর কথায়, কলকাতায় শুটিংয়ের পরিস্থিতি নেই । এমনকী, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের ছবির ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে ।
সংবাদমাধ্যমকে রাণা সরকার জানিয়েছেন, তাঁর কাছে বারবার হুমকি আসছে, তিনি নাকি অনেককে প্রাপ্য টাকা দেননি । রাণা সরকারের মতে, এর মধ্যে কোনও রাজনৈতিক যোগ নেই । সম্পূর্ণ ব্যবসায়ীক স্বার্থে ইন্ডাস্ট্রির একদল মানুষ তাঁর কাজের ক্ষতি করার চেষ্টা করছে । তাঁর সঙ্গে যে সমস্ত টেকনিশিয়নরা কাজ করতে চান, তাঁদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে । এমনকি,জিনিসপত্র ভেঙে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে । এই পরিস্থিতির উন্নতি না হলে কোনও ছবির প্রযোজনা তিনি করবেন না বলে জানিয়ে দিয়েছেন রাণা সরকার । আপাতত বেহায়ার শুটিং বন্ধ হয়েছে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে পরমব্রত, রাহুল, সৃজিতের ছবি নিয়েও অন্য পরিকল্পনা নিতে হবে বলে জানিয়েছেন প্রযোজক । পাশাপাশি, এসব বন্ধ না হলে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানিয়েছেন রাণা সরকার ।
আরও পড়ুন, Boudi Canteen Teaser out :'মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া ?' প্রশ্ন তুলছেন শুভশ্রী
সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে (Loho Gauranger Nam Re), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chateerjee) পরিচালিত 'বারুদ ও আদালত' এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের'কলকাতা ৯৬' -এর প্রযোজনা করছিলেন রাণা সরকার । এখন রাণা সরকারের এই সিদ্ধান্তে ছবিগুলির ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে ।