পৃথিবীর অন্য কোনও ঘটনা যা পারেনি, পেরেছে বার্বি। বিশ্বের নানা প্রান্তের নানা প্রজন্মের শৈশবের নস্টালজিয়ার সমার্থক বার্বি আজ জুড়ে দিয়েছে হলিউড-বলিউড-টলিউডকে। এই বার্বি কখনও ফ্যাশন ট্রেন্ড, কখনও বা বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার। সাম্প্রতিক ছবি মুক্তির বেশ আগে থেকেই নতুক করে জনপ্রিয়তার তুঙ্গে বার্বি। এক কথায় সে এই সময়ের ট্রেন্ড সেটার।
এবার গোলাপি পোশাকে বার্বি সাজে টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গোলাপি আউটফিটে গলায় মুক্তের হার, ছোট করে কাটা চুল। প্রিয়াঙ্কাকে দেখে চোখ ফেরানো দায়।
এর আগে বার্বি লুকে ঘুম উড়িয়েছেন ঋতাভরী। নায়িকার মাথা থেকে পা পর্যন্ত মোড়া গোলাপিতে। খোলা চুল আর পিঙ্ক ব্লাশে একবার চোখ কচলে দেখে নিতেই হবে আপনি বার্বি দেখছেন না ঋতাভরীকে?