করোনা আবহে 'কাকাবাবু' (Kakababu)-র মুক্তি পিছোচ্ছে না । পূর্ব নির্ধারিত দিনেই মুক্তি পাচ্ছে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) 'কাকাবাবুর প্রত্যাবর্তন' । আগামী ৪ ফেব্রুয়ারি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাচ্ছে কাকাবাবু । ইনস্টাগ্রামে পোস্ট করে দর্শকদের আরও একবার তা মনে করিয়ে দিলেন প্রসেনজিত ।
ইনস্টাগ্রামে কাকাবাবুর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু । সন্তুর চরিত্রে আরিয়ান ভৌমিক (Aryan Bhoumik) । ছবিতে আছেন অনির্বাণ চক্রবর্তীও ।
আরও পড়ুন, Amitabh- Prasenjit: অমিতাভের মুখে বুম্বা দার প্রশংসা, 'কাকাবাবু'র ট্রেলার শেয়ার করলেন বিগ বি
সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে তৈরি হয়েছে সৃজিতের 'কাকাবাবুর প্রত্যাবর্তন' । আফ্রিকার মাসাইমারা জঙ্গলের প্রেক্ষাপটে কাকাবাবু ও সন্তুকে নিয়ে অ্যাডভেঞ্চারের গল্প বুনেছেন সৃজিত (Srijit Mukherji) । আপাতত, কাকাবাবু ও সন্তুর নতুন অ্যাডভেঞ্চারকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।
প্রসঙ্গত, কাকাবাবুর পাশাপাশি একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিতের ‘সাবাশ মিঠু’-র । কিন্তু, শোনা যাচ্ছে ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে না এই ছবি । তবে কাকাবাবু মুক্তি পাবে পূর্ব নির্ধারিত দিনেই ।