পর্দায় দেখা যায় না তাঁকে, অথচ ইন্সটাগ্রামে দুর্দান্ত সক্রিয়। অভিনেত্রী হিয়া দে ওরফে পটলকুমার গানওয়ালা জানিয়েছিলেন পড়াশোনা নিয়ে ব্যস্ত সে। মন থেকে ভাল লাগলে তবেই কোনও চরিত্রে অভিনয় করবে। মাঝেমধ্যেই নিজের ছবি পোস্ট করেন। নববর্ষে চিরচেনা হিয়া একেবারে অন্য রূপে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। যেন কোনও বিবাহিত নারী। হাতে শাঁখা, খোলা চুল, ছোট্ট টিপ, সুতির শাড়ি। এই বেশেই নববর্ষের শুভেচ্ছা জানান হিয়া। নেটিজেনদের প্রশ্ন, 'বিয়ে কবে হল?'
একেবারে অল্প বয়স থেকেই জনপ্রিয়তার স্বাদ পেতে শুরু করেছিলেন অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখা 'পটলকুমার গান ওয়ালা' ধারাবাহিকের হাত ধরে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।