মাত্র আট মাসের মধ্যেই শেষ হল সুস্মিতা দে'র ধারাবাহিক 'পঞ্চমী'র (Ponchomi) সফর। কিন্তু আচমকাই কেমন ভাবে শেষ হবে এই ধারাবাহিক তা নিয়ে ধন্দে ছিলেন দর্শকরা। কেমন হল এই ধারাবাহিকের শেষ এপিসোড (Ponchomi last Episode)?
শেষ এপিসোডে পুর্নজন্ম নিয়েও মিল হল না কিঞ্জল-পঞ্চমীর। এই এপিসোডে আগের জন্মের স্মৃতি ফিরে আসে পৌলমী (আগের জন্মের পঞ্চমী)। সে জানায় বলে, তাঁর সিঁথি রাঙিয়ে দিয়েছিল কণিষ্ক অর্থাৎ গত জন্মের কিঞ্জল।
কিন্তু চিত্রার চক্রান্তে আলাদা হয়ে যায় তাঁরা। মারা যায় তাঁদের সন্তান তারক। সব শুনে গণ জন্মের কথা মনে পড়ে যায় কিঞ্জলেরও। সে এই জন্মেও পঞ্চমীকে ফিরে পেতে চায়।
অন্যদিকে গোটা ঘটনা শুনে ফেলে সুচিত্রা ওরফে চিত্রা। সে চায় না কিঞ্জল পঞ্চমীর কাছে ফিরুক। বাধ্য হয়ে হাতের কাছে রাখা ফুলদানি দিতে পঞ্চমীকে খুন করতে যায়। বাধ সাধে কিঞ্জল ফুলদানির আঘাত মাথায় এসে লাগে তাঁর মাটিতে লুটিয়ে পড়ে হিরো।
আরও পড়ুন - গোয়েন্দারাজের বাংলায় আরও এক নতুন মুখ! টলিউড এখন ডিটেকটিভদের আঁতুড় ঘর
কিঞ্জল পঞ্চমীকে জানায়,'পঞ্চমী আমি আর বাঁচব না, এই জন্মে না হলেও কোনও না কোনও জন্মে আমরা ঠিক এক হবই'। ভালোবাসার মানুষের মৃত্যুতে শুরুতে কান্নায় ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়ে বলে- 'আমি কাঁদব না, কোনও না কোনও জন্মে কিঞ্জল আর পঞ্চমী এক হবেই'।