সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি 'পথের পাঁচালী'র দুর্গা চরিত্রটি আজও গেঁথে রয়েছে দর্শকদের মনে। এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। শুক্রবার আচমকাই তাঁর প্রয়াণের খবর রটে যায় সোশ্যাল মিডিয়ায়।
পর্দার 'দুর্গা'র প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে টলিপাড়ায়। অবশেষে স্বস্তি ফিরল। জানা গিয়েছে, 'পথের পাঁচালী'র দুর্গার প্রয়াণের খবর একেবারেই ভুয়ো। সুস্থ আছেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। বৃহস্পতিবারই শান্তিনিকেতন থেকে ফিরেছেন তিনি।
আরও পড়ুন - 'চলেয়া' গানে রোম্যান্স শয়ম্ভূ-জগদ্ধাত্রীর, কোথায়, কবে দেখবেন ?
উল্লেখ্য, খুব ছোট বয়স থেকেই থিয়েটার করেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। জানা যায়, তাঁর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই সূত্রেই দুর্গা চরিত্রটির জন্য উমা দাশগুপ্তকে নির্বাচন করেছিলেন সত্যজিৎ রায়। অভিনেত্রীর বাবা রাজি ছিলেন না। তাঁকে রাজি করিয়েছিলেন স্বয়ং পরিচালক।