‘অঙ্ক কী কঠিন’! তবে এবার এই কঠিন অঙ্কের উত্তর মেলাবেন পরিচালক সৌরভ পালোধী। ‘খোলামকুচি’ সিরিজটি বেশ জনপ্রিয়তা পাওয়ার পর এবার নতুন ছবিতে হাত দিচ্ছেন নাট্যকর্মী সৌরভ পালোধী। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র, ঊষসী চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, প্রসূন সোম প্রমুখ। এছাড়াও একাধিক থিয়েটার কর্মীদের দেখা যাবে ছবিতে।
Cannabis: অত্যাধিক মাদক সেবনের ফলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা বাড়ছে অল্পবয়সীদের মধ্যে,জানাচ্ছে সমীক্ষা
সৌরভের এই ছবির চিত্রনাট্য লিখছেন সৌমিত দেব। এর আগে ‘কলকাতায় কলম্বাস’ পরিচালনা করেছিলেন সৌরভ। এই ছবির গল্প এগোবে তিনটি বাচ্চার স্বপ্নপূরণ নিয়ে। ছেলে দুটির স্বপ্ন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার মেয়েটির নার্স। তারাই বানাবে একটি হাসপাতাল, আর এই অঙ্কই মেলাবেন পরিচালক।