গোপনে বিয়ে সেরে ফেলেছেন টলিপাড়ার মোস্ট ব্যাচেলার পরমব্রত চট্টোপাধ্যায় । পাত্রী নাকি আবার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া । রবিবার থেকে এমনই গুঞ্চনে সরগরম টলিপাড়া । নায়কের হঠাৎ বিয়ের খবরে অবাক অনুরাগীরাও । এমনই গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় । সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেতা ।
বিয়ের কথা কার্যত অস্বীকার করেছেন পরমব্রত । এক সংবাদমাধ্যমকে কিছুটা মজার ছলেই গুজবের উত্তর দিলেন পরমব্রত । পরমব্রত বলেন, 'হ্যাঁ আমি এক একটা শহরে এক একটা করে বিয়ে করেছি। একটা নয়, লন্ডন, ঢাকা, মুম্বই, কলকাতায় চারটে বিয়ে করেছি। আর একটা দুটো নয়, অনেক নামও রয়েছে সঙ্গে। চারটে শহর, চারটে বিয়ে, চারটে সম্প্রদায় সবমিলিয়ে ভরা সংসার। শুধুই কি বিয়ে! খরচও বেড়ে গিয়েছে অনেক। এটা নিয়েও তাই খানিক চিন্তাভাবনা করছি।'
আরও পড়ুন, Shruti Das-Swarnendu Wedding: ‘জাস্ট ম্যারেড’, বিয়ে সেরে ফেললেন শ্রুতি এবং স্বর্ণেন্দু
পরমব্রতর বিয়ে নিয়ে আগেও একাধিক খবর ছড়িয়েছিল । দীর্ঘ সময় বিদেশিনী ইকার সঙ্গে সম্পর্কে ছিলেন পরমব্রত । কিন্তু করোনাকালে দু'জনের বিচ্ছেদ হয় । এরপরই অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে নাম জড়িয়ে যায় পরমব্রতর । অনুপম-পিয়ার বিচ্ছেদের কারণ নাকি পরমই ছিলেন বলে খবর । যদিও, পিয়া তাঁর ভাল বন্ধু ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছিলেন পরমব্রত । সম্প্রতি, 'বিবাহ বিভ্রাট' সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন পরমব্রত ।