আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন পর্দায় ফিরছেন উত্তম কুমার (Uttam Kumar) । মহানায়কের প্রয়াণ দিবসেই উত্তম কুমারকে পর্দায় ‘জীবন্ত’ করে তুললেন পরিচালক। ২৪ জুলাই উত্তম কুমারের মৃত্যু বার্ষিকীতে ‘অতি উত্তম’ (Oti Uttam) ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন সৃজিত। প্রথম ঝলকেই বোঝা গেল সাহস করে একেবারে অন্যধারার ছবি আনছেন সৃজিত। অবাক করা বিষয় হল উত্তম কুমারের মৃত্যুর কয়েক দশক পরেও এই ছবিতে উত্তম কুমার অন্য কেউ নন বরং মহানায়ক স্বয়ং। এই ছবিতে দেখা যাবে দাদু নাতিকে একসঙ্গে। ঝলকেই পর্দায় দেখা গেল গৌরব চট্টোপাধ্যায়কেও। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা থেকে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবি। ভিএফএক্স-এর বিরাট গুরুত্ব রয়েছে এই ছবিতে।
Srijit Mukherji: উত্তমকুমারের প্রয়াণদিবসে আসছে 'অতি উত্তম'-এর প্রথম ঝলক, কবে মুক্তি পাবে ছবি?
সৃজিতের কড়া হোমওয়ার্কেরই ফসল 'অতি উত্তম'। চার বছর ধরে ৬২টা সিনেমা দেখে রীতিমতো রিসার্চ করে এই সিনেমার পোস্টার ডিজাইন করেছেন সৃজিত। চিত্রনাট্যের খসড়া প্রস্তুত করতে গিয়েও বেগ পেতে হয়েছে তাঁকে। চিত্রনাট্য লিখতেই সৃজিতের সময় লেগেছে ৩ বছর।