ভালবেসে এক যুগ কাটিয়ে দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। মাঝেমধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় দুষ্টু মিষ্টি প্রেমের রসায়ন। সম্প্রতি নিজের ভালবাসা জাহির করেছিলেন অঙ্কুশ। ঐন্দ্রিলার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন , ‘মাঝেমাঝে কারণ ছাড়াই আমি একটু রোমান্টিক হয়ে পড়ি। বড্ড সরল আর নরম মন তো আমার।” তবে এই সরলতার কড়া উত্তর পেলেন অঙ্কুশ। তাঁর ভালবাসা উজাড় করে দেওয়ার পোস্টেই ঐন্দ্রিলার কমেন্ট , “আমি কিন্তু কিচ্ছু রান্না করতে পারবো না।”
Rocky Aur Rani : আলিয়ার মুখে 'খেলা হবে', করণের সিনেমায় কোথায় সেন্সর, প্রশ্ন দর্শকদের মনে
দীর্ঘ ১৩ বছর সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila ) । তারকা জুটির বিয়ে নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায় । কিন্তু, বিয়ে কবে হবে, সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনে । যদিও কানাঘুঁষো শোনা যায়, এইবছরই আইনি বিয়ে সেরে ফেলতে পারেন তারকাজুটি।