তিনি বরাবরই বোল্ড । লুক থেকে আউটফিট, সবেতেই নজরকাড়া তাঁর উপস্থিতি । কথা হচ্ছে অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) । শাড়িতে ট্র্যাডিশনাল সাজ থেকে ওয়েস্টার্ন ড্রেসে, সবেতেই মানানসই তিনি । প্রায়ই নেটমাধ্যমে নতুন নতুন লুকে দেখা যায় তাঁকে । সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে (Nusrat Jahan new look) সেরকমই একটি নতুন লুক শেয়ার করেছেন । যা লক্ষ লক্ষ হৃদয়ে ঝড় তুলেছে ।
নুসরত পরেছেন শাড়ি । ডিপনেক স্লিভলেস ব্লাউস, ফিনফিনে গোলাপি শাড়ি নেটমাধ্যমে ঝড় তুলেছেন অভিনেত্রী । কানে পড়েছেন বড় দুল, হালকা মেক-আপ,খোলা চুল । চোখ ফেরানোর উপায় নেই । যেন এক গোলাপি আভা বেরোচ্ছে তাঁর শরীর থেকে । আর সেইসঙ্গে ঝড়ে পড়ছে আত্মবিশ্বাস । নতুন লুকে রিলও বানিয়েছেন । 'মেরে দিল এই পুকারে আজা' গানে নুসরতের বিভিন্ন মুহূর্ত ধরা পড়ল রিল ভিডিয়োতে । তাঁর এই নতুন লুককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।
নুসরত সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ । প্রায়ই নতুন লুকে রিল ভিডিও বানাতে দেখা যায় তাঁকে । প্রচুর ছবিও পোস্ট করেন । সেসবের জন্য অবশ্য ট্রোলও কম হন না নায়িকা । যদিও, কোনওদিন সেসবে বিশেষ কান দেন না নুসরত। বরং সপাট জবাবে বারংবার নেটিজেনদের মুখ বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। যতবার কটাক্ষ এসে গায়ে লেগেছে তাঁর, ততবারই ঢালের মতো নিজের কাজ দিয়ে তা ঠেকিয়েছেন তিনি।