২৪ কোটির প্রতারনার অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ইডিতে। বুধবার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এই ইস্যুতে প্রথমবার মুখ খুলে, অভিনেত্রীর সাংবাদিক সম্মেলনে দাবি, যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার সঙ্গে আর কোনও সম্পর্ক নেই নুসরাতের। এমনকী , ইন্টারেস্ট সহ ওই কোম্পানি থেকে নেওয়া লোনও তিনি ফেরত দিয়েছেন বলে দাবি তাঁর।
অভিনেত্রী সাফ জানালেন ,‘‘যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে।"
Suvendu Adhikari: দুর্নীতি করেই কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন নুসরত, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেও জানিয়েছেন বসিরহাটের সাংসদ। নুসরত জানান এক টাকাও নিয়ে থাকলে তিনি এখানে আসতেন না। শ্যুটিং এর জন্য বাইরে থাকায় মুখ খুলতে দেরি হল বলেও জানান অভিনেত্রী। ঠিক ১০ মিনিটে নিজের কথা বলে উঠে যান অভিনেত্রী সাংসদ।