রাজনীতি হোক বা ব্যক্তিগতজীবন, বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে । মা হতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন, কটূক্তি শুনতে হয়েছে । কিন্তু, কোনওদিন হার মানেননি । তিনি নুসরত জাহান(Nusrat Jahan) । ৮ জানুয়ারি আরও এক বসন্ত পার করলেন অভিনেত্রী ।
মা হওয়ার পর প্রথম জন্মদিন সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের । তাই এবারের জন্মদিনটা আরও স্পেশাল নুসরতের কাছে । এই বছর যে তাঁর সেরা উপহার ছোট্ট ঈশান । তাই জন্মদিনের কেকেও থাকল মাতৃত্বের ছোঁয়া । মাঝরাতে কেকে(Birthday Cake) কেটে পরিবারের সঙ্গেই এবার জন্মদিন উদযাপন করেন নুসরত । কেকের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন । সাদা রঙের কেকে রয়েছে এক মা পরী, যে নিজের কোলে আগলে রেখেছে তার সন্তানকে । ঠিক যেমনভাবে নুসরত, তাঁর ছোট্ট ঈশানকে আগলে রেখেছে ।
সোশ্যাল মিডিয়ায় নুসরতের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিশেষ মানুষের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন যশ(Yash Dasgupta) । প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তীও(Mimi Chakraborty) ।
আরও পড়ুন, Rudranil Ghosh: রাজের বিধানসভা থেকে মেয়ে খুঁজে আনা হবে রুদ্রনীলের জন্য, ব্যাপারটা কী?
মা হওয়ার পরপরই শুটিংয়ে ফিরেছিলেন নুসরত । শুরু করেছিলেন ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ দিয়ে । এদিকে, সব ঠিক থাকলে জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ‘স্বস্তিক সংকেত’। এছাড়া, হাতে রয়েছে আরও একটি ছবি ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’ । যার শুটিংএখনও চলছে ।