যশ নুসরতের ছোট্ট সংসার ছিল আনন্দে ভরা। যশের দুই পোষ্য হ্যাপি-ব্রুয়াস এবং খুদে ইশানকে নিয়েই সময় কাটত জুটির। কিন্তু রবিবার সকাল হতেই খারাপ খবর শোনালেন ‘যশরত’ জুটি। প্রিয় পোষ্য ‘হ্যাপি’কে হারিয়েছেন তারা। এদিন ‘হ্যাপির’ স্মৃতিতে শোকাতুর নুসরাত লিখলেন লম্বা পোস্ট, এই পোস্ট দেখা মাত্রই আবেগে ভাসল ভক্তরা। সকলেই জানেন আসলে হ্যাপি কতটা প্রিয় ছিল এই তারকা জুটির। অবসর পেলেই তাঁদের নিয়ে সময় কাটাতেন এই জুটি।
Amitabh-Jaya-Abhishek: ৫ দশকের দাম্পত্য উদযাপন অমিতাভ-জয়ার, 'মা-পা'কে বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা অভিষেকের
রবিবার নুসরত ইনস্টাগ্রামে লিখলেন, ‘হ্যাপির স্মৃতির উদ্দেশে, তোমার শূন্যতা অনুভব করছি। আমাদের একটা অংশ যেন তুমি সঙ্গে নিয়ে চলে গিয়েছ। এই কঠিন সময় কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। সবসময় পাশে থেকো, নীরবেই থেকো। ভালোবাসি, মিস করি তোমায়। প্রিয় সন্তান’ এরপর নুসরাত এও লিখেছেন , ‘মা এবং বাবা অপেক্ষা করবে যতক্ষণ না পরপারে আবার আমাদের দেখা হচ্ছে। ‘