বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র (National Film Awards 2023) পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। ২৮ টি ভাষার মোট ২৮০টি ছবির হাডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সেরা বাংলা ছবির পুরস্কার পেল 'কালকক্ষ' (Kalkokkho)।
পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ছবি 'কালকক্ষ'। যে ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য। আসলে এই ছবির মাধ্যমেই দীর্ঘ ৪৩ বছর পরে ফিল্ম প্রযোজনায় ফিরেছিল ১১৬ বছরের প্রাচীন 'অরোরা ফিল্ম কর্পোরেশন'।
আরও পড়ুন - TRP-তে অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী-র মধ্যে জোর টক্কর, প্রথম স্থান ফিরে পেল সূর্য-দীপা ?
এই অরোরা ফিল্মসই প্রযোজনা করেছিল 'পথের পাঁচালী', 'জলসাঘর', 'অপরাজিত'-র মতো ঐতিহ্যবাহী ছবি। সেই সংস্থার ছবিই 'কালকক্ষ'। এই ছবি মূলত অতিমারী সময় এবং একঘরে মানুষের জীবন নিয়ে।